খাবাররান্না-বান্না

ঘরে তৈরি করতে পারেন সহজ পদ্ধতিতে মজাদার মশলা দুধ চা

মশলা দুধ চা সহজ ও মজাদার মশলা দুধ চা

মজাদার মশলা দুধ চা রেসিপিঃ

সবাই কে স্বাগত জানাই আজকের রেসিপি-তে। আমাদের আজকের রেসিপি মশলা দুধ চা

সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে যখন কোনো কাজ করতে ভালো লাগে না তখন মন কে রিফ্রেশ করার জন্য ট্রাই করুন এক কাপ চা ,সাথে কয়েকটা বিস্কিট র কানে বাজবে একটা সুন্দর গান। শুধু সকাল বেলাতে নয় বিকেলের আড্ডাও জমে উঠতে পারে চা এর সাথে। আর সেই চা যদি হয় মশলা চা তাহলে তো কোন কথা ই নাই।

চায়ের কাপে এক চুমুক, ব্যাস শরীরের ক্লান্তি নিমিষেই দূর। চায়ের মাহাত্ম্য তো এখানেই। শীত, বর্ষা কিংবা গরম সব মৌসুমেই চায়ের কদর সমান তালে চলে। এক কাপ চা না হলে সকালটাই শুরু করতে পারেন না অনেকে। সকালের দৈনিক পত্রিকার সঙ্গে ধোঁয়া ওঠা চায়ের কাপটা লাগবেই।

এই মশলা চা আমাদের ঠাণ্ডা, সরদি, কাশি সারাতেও অনেক উপকারি।

মশলা দুধ চা রেসিপির ইউটিউব চ্যানেল লিঙ্কঃ

তবে মশলা দুধ চা রেসিপিতে যাওয়ার আগে সবাই কে বলতে চাই এই রেসিপিটির সম্পূর্ণ ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের একটি ইউটিউব চ্যানেল (আলো আসবেই রান্নাঘর) রয়েছে।চ্যানেলের ঠিকানা https://www.youtube.com/channel/UCB11oRJSX_BpZGpkYjKLLGQ

যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টি ক্লিক করুন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন।

রেসিপির মূল উপকরনঃ

(এক কাপ চা এর জন্য)

  • এক কাপ দুধ
  • দুই টি এলাচ
  • একটা তেজপাতা
  • এক টুকরো আদা
  • স্বাদমতো চিনি
  • চা-পাতি এক টেবিল চামচ

রেসিপির পদ্ধতিঃ

দুধ, চিনি,তেজপাতা,এলাচ,আদা একসাথে ভালো ভাবে ফুটিয়ে নিয়ে চা-পাতি দিয়ে আরো এক মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর একটি কাপ এ চা-ছাকনি বসিয়ে চা ঢেলে নিতে হবে।

এভাবেই মশলা চা রেডি আর অপেক্ষা একটি চুমুক এর।

আশাকরি সবার ভাল লাগবে। ধন্যবাদ।

আরও দেখে নিতে পারেন করলা ভর্তার রেসিপি ও সহজে করলা ভর্তার তিতা স্বাদ দূর করার উপায়

আরও দেখে নিতে পারেন মচমচে ক্রিপ্সি পেঁয়াজের বেরেস্তা ভাঁজা ও সংরক্ষনের রেসিপি

আরও দেখে নিতে পারেন সাহজ ও মজাদার মেরিনেটেড চিকেন রেসিপি

 

Leave a Reply

%d bloggers like this: